ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় তিলাসনের জমিদার বাড়িতে দেবী আরাধনা

19th October 2020 3:52 pm মালদা
ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় তিলাসনের জমিদার বাড়িতে দেবী আরাধনা


দেবাশীষ পাল ( মালদা ) : হবিবপুর থানার অন্তর্গত ভারত বাংলাদেশ সীমান্তে তিলাসনের জমিদার বংশের প্রাচীনতম দুর্গা পুজা পুরানো রিতি মেনেই পুজা হয়ে আসছে এই রায় বাড়ি পুজা। মালদা শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার দুরে ভারত বাংলাদেশ সীমান্ত তিলাসনের গ্রামে এই জমিদার বাড়ির পুজা জমিদারি চলেগেলেও পুজা এখনো কোন খামতি রাখেনি রায় পরিবার পুরানো নিয়ম মেনেই হয়ে আসছে রায় বাড়ি পুজা তারই শেষ  মূহুর্তে দূর্গা পুজার প্রস্তুতি চলছে জোরকদমে।এই জমিদার পরিবারে প্রথম পুজা শুরু করেন অবোধনারায়ের  ছেলে শিব প্রশাদ রায় প্রথম রায় বাড়ির দূর্গাপুজা শুরু করেন এর পর থেকে পরম্পরায় ব্রজেন্দ্রনারায়ণ রায়,শঙ্কর প্রশাদ রায়,পর পর উত্তর সূরীরা এই পুজা করে আসছে বর্তমানে এখন রায় বাড়ি পুজা করে আসছেন অন্যতম সদস্য রাকেশ কুমার রায়(পাপ্পু) এখনো রায় পরিবারের অন্যতম সদস্য রাকেশকুমার রায় (পাপ্পু) বলেন, ‘‘পরিবারের সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্যই পূর্ব পুরুষেরা বন্দুক ব্যবহার করতেন। লাইসেন্সপ্রাপ্ত বন্দুক থেকেই পুনর্ভবা নদীর পাড়ে শূন্যে গুলি ছুড়ে পুজোর সূচনা করা হয়ে থাকে। চার দিনই মাকে নানা ব্যঞ্জনে অন্নভোগ দেওয়া হয়।’’ রীতি মেনে দশমীর দিন প্রতিমা বিসর্জনের পরে আদিবাসী মানুষদের মধ্যে খিচুড়ি ভোগও বিলি করা হয়।এবছর করোনা ভাইরাস সংক্রমণের জেরে গ্রামবাসী সহ বিভিন্ন এলাকার মানুষ পুজা মন্ডপে প্রবেশের আগে স্যানিটাইজার দেওয়া ও মাস্ক অবশ্যই থাকতে হবে না হলে আমাদের  তরফে মাস্ক দেওয়া হবে এছাড়াও সোসাল ডিস্টেন্স বজায় রেখে পুজা মন্ডপে প্রবেশ করানো হবে । 





Others News